• বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৭ ১৪৩১

  • || ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

পরিত্যক্ত জমিতে সবজি চাষ দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৩  

পরিত্যক্ত জমিতে সবজি চাষ দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের               
দিনাজপুরে পরিত্যক্ত জমিতে শীতকালীন সবজি চাষ করে মানুষের চাহিদা পূরণে এগিয়ে এসেছে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মাঠপর্যায়ে এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা বাস্তবায়নে পতিত জমিতে শীতকালীন সবজি চাষের উদ্যোগ নেয় দিনাজপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তরের পার্বতীপুর পণ্যাগারের সামনে পতিত জমিতে এ উদ্যোগ নেওয়া হয়।

অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে নিয়ে নিজ হাতে মরিচ, বেগুন, লাউ, বিভিন্ন শাকসবজি বীজ রোপণ করেন মাদকদ্রব্য নিযন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক শাহ নেওয়াজ।

এসময় উপস্থিত ছিলেন পার্বতীপুর পণ্যাগারের পরিদর্শক আব্দুল মান্নান, সহকারী প্রসিকিউটর মুসতা হাসান বিল্লাহসহ অনেকে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –