• বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্রলীগের সাইকেল র‌্যালি

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ছাত্রলীগের সাইকেল র‌্যালি                   
বাংলাদেশে প্রথমবারের মতো দ্রুতগতির বৈদ্যুতিক মেট্রোরেল চালু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে সাইকেল র‌্যালি করেছে রংপুর জেলা ছাত্রলীগ। সাইকেল র‌্যালি থেকে রংপুরবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

গতকাল শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলা ছাত্রলীগের কার্যালয় থেকে সাইকেল র‌্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রায় চার শতাধিক নেতাকর্মী সাইকেল নিয়ে অংশ নেন।

র‌্যালি শেষে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল বলেন, বাংলাদেশে এই প্রথম বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে মেট্রোরেল চালু হলো। তাই জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে আমাদের এই সাইকেল র‌্যালি। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার হাত ধরেই আগামীতে আরও বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, মেট্রোরেল একটি পরিবেশ বান্ধব যান। এটি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার যে ভিশন তারই অংশ। তাই আমরা জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাতে এই সাইকেল র‌্যালির আয়োজন করেছি। আমরা প্রত্যাশা করি আগামী ২০৪০ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট দেশে পরিণত হবে বাংলাদেশ।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –