• বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরে পৌনে ৬ লাখ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

রংপুরে পৌনে ৬ লাখ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ                      
এবার রংপুর বিভাগের প্রাথমিক ও মাধ্যমিকস্তরের ৫২ লাখ ৭০ হাজার ৩৬১ জন শিক্ষার্থীর মাঝে ৪ কোটি ৪১ লাখ ৯৪ হাজার ১৯৩টি বই বিতরণের কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ২৯ লাখ ৪৩ হাজার ৮৬২ জন শিক্ষার্থীকে ১ কোটি ২৭ লাখ ৪৪ হাজার ৫০৬টি বই এবং মাধ্যমিক স্তরে ২৩ লাখ ২৬ হাজার ৪৯৯ জন শিক্ষার্থীর মধ্যে ৩ কোটি ১৪ লাখ ৪৯ হাজার ৬৮৭ টি বই বিতরণ করা হচ্ছে। 

মাধ্যমিক স্তরে ২ কোটি ২১ লাখ ৭২ হাজার ৮১৪টি, ইংরেজী মাধ্যমে ৫১ হাজার ৭৪টি, ইবতেদায়ীতে ৩৩ লাখ ১৫ হাজার ৪২৯টি, দাখিলে ৫১ লাখ ৩৭ হাজার ৪৩৩টি, দাখিল-ভোকেশনালে ৪৮ হাজার ৪৪০টি, এসএসসি-ভোকেশনালে ৬ লাখ ৬৮ হাজার ১৭২টি এবং এসএসসি ট্রেডে ২ লাখ ৫৬ হাজার ৩২৫টি বই বিতরণ করা হচ্ছে। 

পাঠ্যপুস্তক উৎসব দিবস উপলক্ষে রবিবার সকালে রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর। জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রংপুর অঞ্চলের পরিচালক এসএম আব্দুল মতিন লস্কর, অতিরিক্ত জেলা প্রশাসক ফিরুজুল কবির, জেলা শিক্ষা অফিসার এনায়েত হোসেন। 

অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর বলেন, বিশ্বের কোথাও নজির নেই বছরের প্রথম দিনে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –