• বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকার প্রার্থীর দাবীতে ছাত্রলীগের মিছিল

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২  

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকার প্রার্থীর দাবীতে ছাত্রলীগের মিছিল                   
ঠাকুরগাঁও-৩ আসনের উপ নির্বাচনে তফসীল ঘোষণা হওয়ায় পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও এ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. ইমদাদুল হককে দলীয় মনোনয়ন প্রদানের জন্য উপজেলা ছাত্রলীগ দাবী জানিয়েছেন। 

গত মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে তাকে নৌকা প্রদানের দাবীতে পীরগঞ্জ পৌর শহরে মিছিল করে উপজেলা ছাত্রলীগ। 

মিছিল শেষে পশ্চিম চৌরাস্তা পথসভায় বক্তব্য পেশ করেন উপজেলা ছাত্রলীগ সভাপতি তানভীন রহমান মিঠু, সাধারণ সম্পাদক নবাব হোসেন, কলেজ শাখার সভাপতি রাজিউর রহমান রাজু ও সাধারণ সম্পাদক হাসিনুল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. ইমদাদুল হক ১৯৯৬ সালে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে নৌকা প্রতীকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন সাধন করে ও জন মানুষের নেতা হিসেবে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেন এবং শক্তিশালী সংগঠন গড়ে তোলেন। তিনি ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলেও পরে দলের কেন্দ্রীয় নির্দেশে মহাজোট ও ১৪ দলের অনুকূলে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন। সে কারণে ঠাকুরগাঁও-৩ আসনের উপ-নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার নিকট পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. ইমদাদুল হককে মনোনয়ন প্রদানের জন্য দাবী জানায় ছাত্রলীগ। 

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –