• বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন যুবক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২  

চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দুই পা হারালেন যুবক                               
বগুড়ায় ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়ে দুই পা হারিয়েছেন মো. মিলন (২৬) নামে এক যুবক। বগুড়া রেল স্টেশনে বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে। আহত যুবককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

আহত মিলন গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার শিমুলতাইড় গ্রামের আব্দুর রশিদের ছেলে। ছিলিমপুর শহীদ জিয়াউর রহমান মেডিকেল ফাঁড়ি পুলিশের এএসআই রকিবুর হাসান বিষয়টি নিশ্চিত করেন। 

বগুড়া রেলওয়ে স্টেশনের সুপারিন্টেনডেন্ট সাজেদুর রহমান সাজু বলেন, বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা থেকে রংপুর এক্সপ্রেস বগুড়া স্টেশনে এসে থামে। কিছুক্ষণ পর ট্রেনটি রংপুরের উদ্দেশ্যে ছেড়ে দেয়। এ সময় মিলন দৌড়ে এসে ট্রেনে ওঠার চেষ্টা করে। কিন্তু দুর্ঘটনাবশত পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। 

রেল কর্মকর্তা আরও জানান, পরে রেল পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুর হাসান জানান, মিলন ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে আসা হয়। তার চিকিৎসা চলছে। তার অবস্থা খুব গুরুতর।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –