• বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

রংপুরের মানুষ এবার নৌকা মার্কায় ভোট দিবে: ডালিয়া

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

উৎসবমুখর পরিবেশে চলছে রংপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শুরু হওয়া এ ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে নেয়া হচ্ছে ভোট।

সকাল সাড়ে ৯টার দিকে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া।

এ সময় ডালিয়া বলেন, রংপুরের মানুষ আর ভুল করবে না।‘জনগণের মার্কা নৌকা মার্কা, সরকারের মার্কা নৌকা মার্কা, উন্নয়নের মার্কা নৌকা মার্কা।’ আর নৌকা মার্কায় রংপুরে উন্নয়ন হবে ইনশল্লাহ। তাই রংপুরের মানুষ এবার নৌকা মার্কায় ভোট দিবে।

তিনি আরো বলেন, জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নিজে ভোট দিলাম, ইভিএমে কোনো ত্রুটি নেই। যেভাবে মানুষের ভালোবাসা পেয়েছি, তাতে আমি শতভাগ জয়ের ব্যাপারে আশাবাদী।

এবার রসিকের ৩৩টি ওয়ার্ডের ২ লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং ২ লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –