• বৃহস্পতিবার ০৩ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ১৮ ১৪৩১

  • || ২৮ রবিউল আউয়াল ১৪৪৬

কুড়িগ্রামে জেগে ওঠা নতুন চরের নাম ‌‘চর ইয়ুথনেট’

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২২  

কুড়িগ্রামে জেগে ওঠা নতুন চরের নাম ‌‘চর ইয়ুথনেট’                           
কুড়িগ্রামে জেগে ওঠা নতুন চরের বন্যা ও নদী ভাঙনের শিকার দুই শতাধিক বাসিন্দাকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। ‘ইয়ুথনেট’ নামে জলবায়ু অধিকার ও পরিবেশ নিয়ে কাজ করা একটি সংগঠন এ ত্রাণ সহায়তা দেয়। 
গত রোববার দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের মাঝে জেগে ওঠা নতুন চরের ২০০ পরিবারের মাঝে এ ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। এ সময় যাত্রাপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ও চরবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ‘চর ইয়ুথনেট’ হিসেবে এ চরের নাম ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গফুর।

চরবাসীদের ত্রাণ সামগ্রী হিসেবে কম্বল, স্যানিটেশন ল্যাট্রিন, টিউবওয়েল, ঢেউটিন, ভিটে মাটি উঁচু করার জন্য নগদ অর্থ, সেলাই মেশিনসহ বিভিন্ন সবজি বীজের চারা দেওয়া হয়।

যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল গফুর বলেন, চরাঞ্চলের বাসিন্দাদের সংগ্রাম করে টিকে থাকতে হয়। বন্যা, শীত, খরা- সবসময় প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবিকা নির্বাহ করতে হয়। নতুন চরের নাম পেয়ে আমরা খুবই খুশি।

এ বিষয়ে ইয়ুথনেট এর নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান জানান, সংগঠনটি বাংলাদেশে জলবায়ুতে ক্ষতিগ্রস্তদের অধিকার নিয়ে কাজ করছি। জলবায়ুর পাশাপাশি এ কুড়িগ্রাম অঞ্চলের চরের উন্নয়ন নিয়েও কাজ করবে সংগঠনটি।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –