• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

নীলফামারীতে দলিত ও নৃ-গোষ্ঠির মানবিক অধিকার প্রতিষ্ঠায় সভা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

নীলফামারীতে দলিত ও নৃ-গোষ্ঠির মানবিক অধিকার প্রতিষ্ঠায় সরকারী কর্মকর্তাদের সাথে অ্যাডভোকেসি
প্লাটফর্মের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।

জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি রমেন্দ্র নাথ বর্ধনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ- পরিচালক আফরোজা বেগম, জেলা সমাজ সেবা দপ্তরের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, এনএনএমসি অ্যাডভোকেসি কর্মকর্তা পাপন কুমার সরকার, রংপুর জেলা অ্যাডভোকেসি প্লাটফর্মের সভাপতি মনিলাল দাস, নীলফামারীর  সৈয়দপুর উপজেলা সভাপতি কনিকা রানী সরকার, একই সংগঠনের নীলফামারী সদর উপজেলা সভাপতি মেঘুরাম বাঁশফোর, ডোমার উপজেলা সভাপতি তৌহিদা জ্যেতি প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেসি প্লাটফর্মের সাধারণ সম্পাদক শীষ
রহমান। হেকস ইপারের সহযোগিতায় সভার আয়োজন করে জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম। সভায় সরকাারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দলিত ও নৃ-গোষ্ঠির প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –