• শুক্রবার ১৮ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ২ ১৪৩১

  • || ১৩ রবিউস সানি ১৪৪৬

রংপুরে ভূয়া নিয়োগপত্রসহ প্রতারক স্বামী স্ত্রী গ্রেফতার

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৮  

র‌্যাব-১৩ এর একদল সদস্য রংপুর মহানগরীর তামপাট এলাকা থেকে আজ ৪ ডিসেম্বর মঙ্গলবার স্বামী-স্ত্রী দুই প্রতারককে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ভূয়া সাব-রেজিষ্টার এবং সোনালী ব্যাংকের নিয়োগপত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির জানান, র‌্যাবের একটি আভিযানিক দল তাজহাট থানাধীন খোর্দ্দতামপাট সরদার পাড়া ৩২ নং ওয়ার্ডের কাইয়ুম প্রফেসর এর দোতলা বাড়ির নিচতলায় অভিযান চালিয়ে স্বামী মোঃ আব্দুল কাইয়ুম মিয়া (৪২) ও স্ত্রী মোছাঃ মোছাদ্দেকা বেগম (চামেলী) (৩৭) কে গ্রেফতার করেছে। তারা সর্দারপাড়ার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত স্বামী স্ত্রী দীর্ঘদিন ধরে ভূয়া নিয়োগপত্র দিয়ে চাকুরী দেয়ার প্রতিশ্রতির মাধ্যমে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তাদের নামে তাজহাট থানায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –