• বুধবার ২৩ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৭ ১৪৩১

  • || ১৮ রবিউস সানি ১৪৪৬

রংপুরে নাশকতার ২২ মামলায় গ্রেফতার ২০৩

প্রকাশিত: ১ আগস্ট ২০২৪  

কোটা আন্দোলনের জেরে রংপুরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ২২ মামলায় ২০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল পর্যন্ত রংপুর বিভাগের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রংপুর বিভাগের বিভিন্ন জেলায় গত ১৬ থেকে ১৮ জুলাই কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা, র‌্যাবের গাড়িতে আগুন, দুই পুলিশ ফাঁড়ি, মহানগর তাজহাট থানা, তিন পুলিশ কর্মকর্তার কার্যালয়, পুলিশ লাইন, আওয়ামী লীগ, ছাত্রলীগ কার্যালয়, মৎস্য অধিদফতর, পরিবার-পরিকল্পনা কার্যালয়সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুষ্কৃতিকারীরা।

এ ঘটনায় ২২ মামলায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আবু মারুফ হোসেন।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –