• মঙ্গলবার ২২ অক্টোবর ২০২৪ ||

  • কার্তিক ৬ ১৪৩১

  • || ১৭ রবিউস সানি ১৪৪৬

ভারসাম্যহীন কিশোরকে পরিবারের কাছে হস্তান্তর

প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪  

পঞ্চগড়ের বোদা থানা কর্তৃক মানসিক ভারসাম্যহীন কিশোর রাব্বি (১৬) কে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গত ১৬ আগস্ট উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের এলাকায় উদ্দেশ্যে বিহীন অবস্থায় ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন মানসিক ভারসাম্যহীন কিশোর মোঃ রাব্বি (১৬), পিতা-বাবলু, মাতা-রেহানা, থানা-উলিপুর, জেলা-কুড়িগ্রামকে বোদা থানার হেফাজতে দেন। জিজ্ঞাসাবাদে সে গ্রামের নাম বলতে পারে না। সে রংপুর অঞ্চলের ভাষায় কথা বলত। কিশোরটিকে তার পরিবারের জিম্মায় প্রদানের জন্য ফেসবুকে পোস্ট করা হয়। ওই পোস্ট দেখে মানসিক ভারসাম্যহীন কিশোরের ভাই, চাচা সহ তার আত্মীয়স্বজন বোদা থানায় যোগাযোগ করেন। কিশোরটি লোকজন সোমবার বোদা থানায় হাজির হয়ে তাদের জিম্মায় গ্রহন করে নিয়ে যায় বলে বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাাম্মেল হক নিশ্চিত করেন। জানা যায় তার গ্রামের নাম হায়াত খাঁ। তিন বছর পূর্বে শিশুটির বাবা মারা যায়, তার মা দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস করেন। তখনই সে মানসিক ভারসাম্য হারিয়ে নিখোজ হন। শিশুটিকে খোঁজে পেয়ে পরিবারের লোকজন খুবই খুশি হন এবং বোদা থানা পুলিশকে তারা ধন্যবাদ জানান।

– দৈনিক পঞ্চগড় নিউজ ডেস্ক –